মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট বৃটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ-এর হিউম্যানিটারিয়ান টিম লিডার এলি মুডি এবং তার সঙ্গে আরও ছিলেন হিউম্যানিটারিয়ান সেকশনের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মারিলিন মৃধা৷